বলিউড তারকা সাইফ আলী খান হাসপাতালে কয়েকদিন কাটিয়ে বাড়ি ফিরেছেন। কিছুদিন তিনি জনসম্মুখে ছিলেন না, তবে অবশেষে সম্প্রতি তিনি জনসম্মুখে উপস্থিত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাইফকে সম্প্রতি বান্দ্রার ‘ফরচুন হাইটস’ থেকে বের হতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, সাইফ পরেছেন নীল টি-শার্ট, ডেনিম জিন্স এবং চোখে রোদ চশমা। দ্রুত গাড়িতে উঠে পড়েন তিনি। এসময় তাকে ঘিরে ছিল নিরাপত্তার বলয়, পুলিশ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন নিরাপত্তা রক্ষীরাও। সাইফের সঙ্গে ছিলেন তার স্ত্রী কারিনা কাপূর, যিনি সোয়েটশার্ট এবং জগার্স পরেছিলেন। তার সঙ্গে ছিলেন ছেলে ইব্রাহিমও। তবে সাইফ কোথায় যাচ্ছিলেন, তা জানা যায়নি।
এদিকে, গত ১৫ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে সাইফ আলী খানের বাসায় ঢুকে তাকে হামলা করেন এক দুষ্কৃতিকারী। ধারালো ছুরি দিয়ে সাইফকে ছয়টি কোপ মারে, ফলে তিনি গুরুতর আহত হন। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২১ জানুয়ারি চিকিৎসা শেষে সাইফ আলী খান ছুটি পান।